ঢাকামঙ্গলবার , ২০ ডিসেম্বর ২০২২

উপ-রেজিস্ট্রার পদে পদোন্নতি প্রক্রিয়াধীন, ইউজিসির তদন্তাধীন কর্মকর্তার চাকরি স্থায়ীর তেলেছমাতি

রিয়াদুন্নবী রিয়াদ
ডিসেম্বর ২০, ২০২২ ১০:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!
   
                       

রিয়াদুন্নবী রিয়াদ – প্রতিনিধি:

হাইকোর্ট কর্তৃক অবৈধ ঘোষিত দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সনদ দিয়ে নিয়োগ প্রাপ্ত এক কর্মকর্তাকে পদোন্নতি দিতে যাচ্ছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওই কর্মকর্তা হলেন কলা অনুষদের সহকারী রেজিস্ট্রার আবু তাহের মোস্তফা আল আরিফ। তার সনদের বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক গঠিত কমিটির রিপোর্ট পাওয়ার আগেই সহকারী রেজিস্ট্রার পদে তার চাকরি স্থায়ীর তেলেছমাতির প্রক্রিয়া চলছে। কর্মকর্তাদের চাকুরী স্থায়ীকরণ কমিটির চলতি বছরের নভেম্বর মাসে অনুষ্ঠিত সভার সুপারিশ এবং সিন্ডিকেটের ৯১তম সভার অনুমোদনক্রমে তার চাকুরী স্থায়ী করা হয়। শুধু তাই না তাকে ডিপুটি রেজিস্ট্রার পদে পদোন্নতি দেয়ার জন্য আগামী ২১ ডিসেম্বর বাছাই বোর্ডের আয়োজন করা হয়েছে।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরের স্থায়ী পদে নিয়োগ প্রাপ্ত স্নাতক পাশ আবু তাহের মোস্তফা আল আরিফকে গত ২০১২ সালে নভেম্বর এডহকে সেকশন অফিসার গ্রেড-১ পদে নিয়োগ প্রদান করা হয়। পরবর্তীতে প্রকাশিত বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয় স্নাতক (সম্মান)সহ স্নাতকোত্তর ডিগ্রি। কিন্তু তিনি স্নাতক পাশ ডিগ্রি ও কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে প্রাপ্ত হাইকোর্ট কর্তৃক অবৈধ ঘোষিত দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সের সনদ দিয়ে নিয়োগ পান এবং পরবর্তীতে সহকারী রেজিস্ট্রার পদে পদোন্নতি পান। রেজিস্ট্রার অফিস সূত্র জানায়, গত ভিসির আমলে অনুষ্ঠিত আবু তাহের মোস্তফা আল আরিফের সহকারী রেজিস্ট্রার পদে চাকুরি স্থায়ীকরণ সভার বিশেষজ্ঞ সদস্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মীজানুর রহমান দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সনদের যথার্থতা নিয়ে প্রশ্ন তোলেন এবং এ বিষয়ে ইউজিসি’র মতামত গ্রহণ করার সুপারিশ করা হয়, সুপারিশটি ০১/১২/২০১৯ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৬৭তম সভায় অনুমোদিত হলে ইউজিসিতে পত্র প্রেরণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর প্রেক্ষিতে ইউজিসি, সহকারী রেজিস্ট্রার আবু তাহের মোস্তফা আল আরিফ-এর নিয়োগের বৈধতা ও পদোন্নতির অনিয়মের বিষয়ে (নম্বর: ইউজিসি/প্রশা:/পাব:বিশ্ব:/৫১১(অংশ-৩)/২০১৫/৩২২২; তারিখ: ০৯ আগস্ট ২০২০) স্মারকে জনাব মোঃ কামাল হোসেন কে আহবায়ক করে ৪ সদস্যের একটি কমিটি গঠন করে। এ সংক্রান্ত একটি চিঠিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রদান করে ইউজিসি।ইউজিসি’র কমিটির বিষয়টি আমলে না নিয়ে উপাচার্য প্রফেসর ড. হাসিবুর রশীদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মকর্তাবৃন্দের স্থায়ীকরণ কমিটির সভায় সহকারী রেজিস্ট্রার আবু তাহের মোস্তফা আল আরিফের বিষয়ে ইতোপূর্বে গৃহীত সিদ্ধান্তের তথ্য গোপন করে স্থায়ীকরণ করা হয় এবং সিন্ডিকেটে তা অনুমোদন করা হয়। বর্তমানে তাকে ডেপুটি রেজিস্ট্রার হিসেবে পদোন্নতি দেওয়ার প্রক্রিয়া চলছে। এজন্য আগামী ২১.১২.২০২২ তারিখ দুপুর ১২:১৫ মিনিটে পদোন্নতি ও বাছাই বোর্ডের সাক্ষাৎকারের তারিখ ও সময় দেওয়া হয়েছে।

এই বিষয়ে বেরোবি উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ, কোন মন্তব্য করতে রাজি হননি। ইউজিসি সচিব ফেরদৌস জামান বলেন, হাইকোর্ট যে বিশ্ববিদ্যালয়কে অবৈধ ঘোষনা করছে সেই বিশ্ববিদ্যালয়ের সাটিফিকেট দ্বারা পদন্নোতি বিষয় টা মটেও ঠিক না। আদালতের বিষয় টা আগে বিবেচনা করতে হবে।