
মোঃনিশাতুর রহমান-বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় বিশ্বকাপ খেলা দেখাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আজ সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পাঁকা বাজারে এই মারামারির ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রোববার রাতে বিশ্বকাপ ফাইনাল খেলার প্রথমার্ধ শেষ হওয়ার পর স্থানীয় পাঁকা বাজারের দোকানি রিপনের কেবল নেটওয়ার্কের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে তাঁর খেলা দেখতে বিঘ্ন ঘটায় কেউ তার কেবল কেটে দিয়েছে বলে তিনি ধারণা করেন। পরে তিনি ওই বাজারের অন্যান্যদেরও কেবল কেটে দেন। এর ফলে স্থানীয় রেজাউল এবং রিপন দু-পক্ষ বিবাদে জড়িয়ে পড়ে।
এরই জেরে সোমবার সন্ধ্যার দিকে লাঠিসোঁটা নিয়ে উভয় পক্ষের মধ্যে মারামারি বাঁধে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। এর মধ্যে রিপন গ্রুপের রিপন (৩৪), শাকিল (৩০), দিগন্ত (২৩) এবং রেজাউল গ্রুপের রেজাউল (৪৫), কানন (২৭), মাসুদ (২৬), জমসেদ (৫৫) এবং শাকিলকে (২৫) বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সুমাইয়া বলেন, ‘দুই গ্রুপেরই শাকিল নামের দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা এই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’ এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি, তবে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।