
(কুবি প্রতিনিধি):
গুচ্ছভুক্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির ষষ্ঠ ধাপের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) জিএসটি ওয়েবসাইটে ষষ্ঠ মেধাতালিকাসহ ভর্তি সংক্রান্ত নোটিশ প্রকাশ করা হয়। ভর্তি সংক্রান্ত নির্দেশনা থেকে জানা যায়, ২০২১ – ২০২২ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভূক্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি প্রক্রিয়ার ষষ্ঠ পর্যায়ে মঙ্গলবার( ২০ ডিসেম্বর) দুপুর ১২ টা থেকে বুধবার(২১ ডিসেম্বর) রাত ১২টার মধ্যে জিএসটি ওয়েবসাইটের মাধ্যমে সম্পন্ন করতে হবে। এছাড়া ২০ ডিসেম্বর ১২.০০টা থেকে সন্ধ্যা ০৬.০০টা , ২১ডিসেম্বর ও ২২ ডিসেম্বর সকাল ০৯:০০ টা হতে বিকাল ০৬:০০ টার মধ্যে এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র আবেদনকারীর প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে, অন্যথায় প্রাথমিক ভর্তি বাতিল হয়ে যাবে। প্রাথমিক ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্ষেত্রে নির্দেশনায় বলা হয়েছে, জিএসটিভূক্ত কোন বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে প্রাথমিক ভর্তি সম্পন্ন করে থাকলে পুনরায় ভর্তি হবার প্রয়োজন হবে না। তবে আবেদনকারী একইসাথে অন্য এক বা একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নির্বাচিত হলে তার ভর্তি অন্য বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর (University Migration) করতে পারবে। আবেদনকারীকে নিজ দায়িত্বে প্রদত্ত নির্দেশনা অনুসরণ করে জিএসটির ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ২০ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর রাত ১২ টা পর্যন্ত সময়ের মধ্যে ইউনিভার্সিটি মাইগ্রেশন সম্পন্ন করতে হবে। সেক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত হবার প্রয়োজন নাই। মূল কাগজপত্র যে বিশ্ববিদ্যালয়ে জমা আছে সেখানেই থাকবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন না করলে পরবর্তীতে GST গুচ্ছভূক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না। একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হলে পছন্দমত যেকোনো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং অন্য বিশ্ববিদ্যালয় গুলিতে আর কখনও ভর্তির জন্য বিবেচিত হবে না। উল্লেখ্য, একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি থাকা অবস্থায় অন্য বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন (University Migration) সম্পন্ন করলে পূর্বের বিশ্ববিদ্যালয়ে পরবর্তীতে ভর্তির জন্য বিবেচিত হবে না।