ঢাকাবৃহস্পতিবার , ২৪ আগস্ট ২০২৩

ডিমলায় ভাদ্র মাসেই কুয়াশা।

Siam Hossen
আগস্ট ২৪, ২০২৩ ১০:২৪ পূর্বাহ্ণ
Link Copied!
   
                       

ডিমলা, নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারী জেলা বাংলাদেশের উত্তরের একটি জেলা। এই জেলাটি ভারতের জলপাইগুড়ি জেলার হলদিবাড়ি থানার দক্ষিণে ডিমলা উপজেলা পঃ ছাতনাই ইউনিয়নটি অবস্থিত। শীতের সকালে উচুস্হানে উঠে উত্তর দিকে তাকালে নেপালের হিমালয় পর্বতটির দেখা মিলে। চলতি মাসগুলোতে তাপমাত্রা মাত্রাতিরিক্ত অনুভূত হয়েছে। কিন্তু এখনো শীত আসতে প্রায় ৩ মাস বাকী হলে কি হবে ভাদ্র মাসের প্রথম সপ্তাহে (২১আগষ্ট) রাতের বেলায় কুয়াশা দেখা যাচ্ছে এবং ভোর সকালে ঘাসের উপর শিশির বিন্দুকনা আচ্ছন্ন হয়ে থাকতে দেখা যাচ্ছে। রাস্তার পাশে বৈদ্যুতিক লাইটগুলো আলো বিচ্ছুরিত করতে পারছে না। এলাকার লোকজন এবং ১শ বৎসরের বৃদ্ধ তমিজ উদ্দিন চাচাকে এবিষয়ে জানতে চেয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানান তার জীবনে তিনি এ রকম কুয়াশার দৃশ্য দেখেন নাই। এব্যাপারে ডিমলা আবহাওয়া অফিসে ফোন করা হলে তারা কোন তথ্য জানাতে পারে নাই।