ঢাকাশনিবার , ২৬ আগস্ট ২০২৩

দিঘলিয়া ট্রেড লাইসেন্সে অতিরিক্ত ফি,যেন দেখার কেউ নেই,

মোঃ আজিজুর বিশ্বাস,
আগস্ট ২৬, ২০২৩ ১০:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!
   
                       

স্টাফ রিপোর্টার।

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ১২ টা ইউনিয়ন পরিষদের তুলনা অনুযায়ী ৮ নং দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিন ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স দিতে অতিরিক্ত অর্থ আদায় করছেন ট্রেড লাইসেন্স নেওয়া ভুক্তভোগীদের দাবি চেয়ারম্যান অনেক টাকা খরচ করে নির্বাচন করেছেন সেটা তাদের উপর দিয়ে তুলে দিচ্ছেন।

অনুসন্ধানে দেখা মেলে, উপজেলার ইতনা ইউনিয়ন, কোটাকোল ইউনিয়ন,মল্লিকপুর ইউনিয়ন, লোহাগড়া ইউনিয়ন, লক্ষীপাশা ইউনিয়ন,এবং কাশিপুর ইউনিয়নের সচিব দের সাথে কথা হলে তারা এই ট্রেড লাইসেন্সের বিষয়ে বলেন সরকারি নির্ধারিত আইন ২০১৩ অনুযায়ী ২ শত টাকা থেকে ৩ শত টাকা করে নিচ্ছেন এবং তার মধ্যে ১৫% টাকা সরকারি খাদে জমা করছেন,

এদিকে দিঘলিয়া ইউনিয়ন গিয়ে দেখা মিলেছে তার অন্য কিছু এ যেন মগের মুল্লুক হয়ে গেছে,

ওই বাজারের ব্যবসায়ী তাজকিয়া এন্টারপ্রাইজ তাদের থেকে নেওয়া হয়েছে ১১ শত ৫০ টাকা, আরেক ব্যবসায়ী মেসার্স আবির ট্রেডার্স তার থেকে ও নেওয়া হয়েছে ১১ শত ৫০ টাকা, অপরদিকে তাদের অভিযোগ রয়েছে গত বছরে নেওয়া হয়েছে ৩ শত ৪৫ টাকা করে বছর না ঘুরতেই কেন তাদের উপর এই জুলুম।

একই বাজারে তালিব ট্রেডার্স তাদের থেকে নেওয়া হয়েছে ২৩ শত টাকা,

নাম প্রকাশে এবং ভিডিও বক্তব্যে অনিচ্ছুক অনেকেই বলেন এই ইউনিয়নে ৩-৪ হাজার টাকা করেও নেওয়া হচ্ছে ট্রেড লাইসেন্স দেওয়ার জন্য,যেটা সরকারি নীতিমালার বাইরে। ক্ষমতার বলে চেয়ারম্যানের এমন কর্মকান্ডে তারা নির্ভীক,
কিন্তু কি করবেন তারা জিম্মি হয়ে রয়েছেন।

এবিষয়ে উপজেলার কয়েকজন ইউপি সচিবদের সাথে কথা হলে তারা বলেন তাদের চেয়ারম্যানের নির্দেশে জনগণদের সেবা দিতে সীমিত টাকা নিয়ে ট্রেড লাইসেন্সে দিচ্ছেন, এবং জনগণের জন্য ভোগান্তি যেনো না হয় সেদিকে চেয়ারম্যানরা লক্ষ্য রাখতে বলেছেন,

 

এবিষয়ে দিঘলিয়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ নুরুল ইসলাম এর সাথে মুঠোফোনে জানতে চাইলে তিনি বিভিন্ন অজুহাত দেখিয়ে বলেন অন্য সচিবরা কি করল সেটা আমার দেখার দরকার নেই আমি ২০১৬ সালের আইন অনুযায়ী ট্রেড লাইসেন্সের ফি নিচ্ছি সেখানে কোন নির্ধারণ কোন কিছু নেই,
এসময় চেয়ারম্যান বোরহান উদ্দিনের নির্দেশে তিনি ট্রেড লাইসেন্স এর টাকা নিচ্ছেন নাকি জানতে চাইছে বিভিন্ন তালবাহানা দেখিয়ে তার সাথে দেখা করতে বলে তাকে বিরক্ত না করতে বলে ফোনটি কেটে দেন।

এবিষয়ে দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিন এর সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায় নাই।

মোঃ আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।

মোবাইল ঃ০১৯২০২৮১৭৮৭ /০১৭০৫ ১৯৩০৩০.