
উজ্জ্বল কুমার সরকার নওগাঁ থেকেঃ
নওগাঁয় যাত্রীবাহী বিআরটিসি বাস-মোটরসাইকেল সংঘর্ষে রাব্বি (১৭) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এসড়ক দূর্ঘটনাটি ঘটে বুধবার দুপুরের দিকে নওগাঁর পত্নীতলায়। নিহত স্কুল ছাত্র রাব্বি পত্নীতলা উপজেলার পাটিচরা ইউনিয়নের গাহন কবিরাজ পাড়া গ্রামের খাইরুল ইসলামের ছেলে ও গাহন উচ্চ বিদ্যালয় থেকে ২০২২ সালে এসএসসি পাশ করে দেশের বিভিন্ন কলেজে এইচএসসিতে ভর্তির আবেদন করেছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত রাব্বি মোটসাইকেল নিয়ে উপজেলার নজিপুর বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিজিবি ক্যাম্প এলাকায় পৌঁছালে দিনাজপুর থেকে নজিপুরের দিকে আসা একটি যাত্রীবাহী বিআরটিসি বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটসাইকেলে থাকা রাব্বি রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকাই তার মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।