
স্বপন কুমার রায়- খুলনা জেলাপ্রতিনিধি
খুলনার দাকোপের বাজুয়ার খুটাখালী আর্য্যহরি সভার প্রতিষ্ঠাতা ও মহা পরিচালক সাবেক সংসদ সদস্য প্রফুল্য কুমার শীল এর অষ্টম বর্ষীয় মৃত্যু বার্ষিক আর্য্য হরিসভা অঙ্গন এ ২৩ নভেম্বর বুধবার সন্ধ্যা ৬:৩০ দিকে অনুষ্ঠিত হয়েছে।
এই সময় উপস্থিত ছিলেন আর্য্যহরি সভার সভাপতি সরোজিত কুমার রায়, সাধারন সম্পাদক বিজন কুমার রায়, কোষাধ্যক্ষ শ্যামল কুমার রায়, যুগ্ম সাধারন সম্পাদক প্রবীর রায় বাপী, (no copyright} অধ্যাপক অসিত সরকার, সজল ব্রম্মচারী, অচিন্ত সাহা, দেবেন্দ্র নাথ মিস্ত্রী, অরুন দাস, প্রিতীশ সরকার, সহ আর্য্যহরি সভার সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ। বক্তারা বলেন সনাতন ধর্ম প্রচারে তার অগ্রনী ভুমিকা শ্রদ্ধ্যার সাথে স্বরন করেন।এবং তার কর্মময় জীবনের বিভিন্ন দিক আলোক পাত করেন।