ঢাকারবিবার , ২৭ নভেম্বর ২০২২

গাংনীতে মটার ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট লাভলুর মৃত্যু

মোঃ কামাল হোসেন খাঁনঃ
নভেম্বর ২৭, ২০২২ ৯:১৭ পূর্বাহ্ণ
Link Copied!
                       

মোঃ কামাল হোসেন খাঁনঃ মেহেরপুর জেলা প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে মটার ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাভলু হোসেন (৪০) নামে এক অটো চালক নিহত হয়েছেন। শনিবার বিকেলে গাংনী উপজেলার শালদহ গ্রামের নওদা মসজিদ পাড়া এলাকায় তার নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত লাভলু হোসেন ওই এলাকার লালু হোসেনের ছেলে।

রায়পুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বর) সারগিদুল ইসলাম নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, লাভলু হোসেন গোসল করতে গিয়ে পানি না পেয়ে মটার মেরামত করার চেষ্টা করেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক লাভলুকে মৃত ঘোষণা করেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।