
দৈনিক প্রথম বাংলাদেশ পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম ৬ সেপ্টেম্বর বুধবার সকালে বাগেরহাট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দীপ এর বিরুদ্ধে একটি মিথ্যা বা অসত্য সংবাদ প্রেরন করে। পরবর্তীতে সংবাদ প্রকাশিত হলে তথ্য ভুল প্রমাণিত হয়।
এমন অবস্থায় সাংবাদিক তরিকুল ইসলাম পত্রিকা অফিসে না জানিয়ে সংবাদটি পত্রিকার গ্রুপ থেকে সরিয়ে নেওয়া হয়। দৈনিক প্রথম বাংলাদেশ পত্রিকার পক্ষ থেকে তার সাথে যোগাযোগ করতে চাইলে কোনো ভাবে যোগাযোগ করা যায়নি।
এমতাবস্থায় দৈনিক প্রথম বাংলাদেশ পত্রিকার নিয়ম না মানার কারণে তরিকুল ইসলাম কে বহিস্কার করা হয়েছে । অপরদিকে বাগেরহাট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দীপ এর সম্মান ক্ষুন্ন হওয়ার জন্য দৈনিক প্রথম বাংলাদেশ পত্রিকা আপনার কাছে ক্ষমাপ্রার্থী। বিষয়টি নজরে আসার পর জাচাই করে সকল তথ্য ভুল প্রমাণিত হলে দৈনিক প্রথম বাংলাদেশ পত্রিকা থেকে সংবাদ টি সরিয়ে নেওয়া হয়েছে। অনাকাঙ্খিত এই ভুলের জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত।