
রাজশাহী (পুঠিয়া)প্রতিনিধিঃ মোঃ মিজানুর রহমান (কালু)
রাজশাহী সুগার মিল মোঃ নজরুল ইসলাম (৫৫) ব্যবস্থাপক সস্প্র/(সিপি) বলেন আমাদের এইবার আখ মাড়াই (৪০) মেট্রিক টন লক্ষ্যমাত্রা ছিল। আমাদের মিল চলবে (৩৫) দিন, কিন্তু আমরা বাধ্য হয়ে আগামীকাল (২৩-ডিসেম্বর) থেকে মিল বন্ধর ব্যবস্থা নিচ্ছি। তিনি আরো বলেন জমিতে হাজার হাজার মেট্রিকটন আখ রয়েছে তারা আমাদের মিলে দিতে চেয়েও দিচ্ছে না। লোকালে বেশি দাম পাওয়ায় সেখানে বিক্রি করে দিচ্ছে,আমরা আখ না পেয়ে আগামীকাল (২৩- ডিসেম্বর) মিল বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছি।
এই বিষয়ে কৃষকের কাছে জানতে চাইলে,চাষী জাহাঙ্গীর হোসেন (৬০) বলেন,আমাদের সরকারি মিলে এক মন আখের দাম দেয় (১৮০) টাকা আর আমরা লোকালে বিক্রি করলে (২৪০) থেকে (২৫০) টাকা মণ পাচ্ছি, কেন আমরা সরকারি মিলে আখ দেবো আমাদের এখানে লাভ বেশি। কৃষক আব্দুল মালেক ইসলাম (৪৫) তিনি জানান,আমাদের এক গাড়ি আখ মিলে দিলে লেবার খরচ (১৫০০) টাকা গাড়ি ভাড়া (৫০০) টাকা, কৃষক শরিফুল(৪০) আরও বলেন,আমরা লোকালে আখ বিক্রি করি কোন খরচ লাগেনা,যারা কিনে তারাই কেটে নিয়ে যায় জমিতে নগদ টাকা দেয়,আর সরকারি মিলে যে দাম দেয় তার থেকে অনেক বেশি লোকালে আমরা দাম পাই বিনা পরিশ্রমে,আর সরকারি মিলে টাকা লেনদেনে অনেক ঝামেলা পোহাতে হয়। তাই আমরা কৃষকেরা সিদ্ধান্ত নিয়ে সবাই লোকালে আখ বিক্রি করছি, তিনি আরো বলেন,সরকার যদি আমাদের ন্যায্য দাম দেয়,ও টাকা পয়সার লেনদেনে ব্যাপারে কিছু অনিয়ম রয়েছে এগুলা যদি সংশোধন করেন তাহলে আমরা আবার সরকারি মিলে আখ দেবো।