
স্বপন কুমার রায়-খুলনা জেলা প্রতিনিধি
বাংলাদেশে এর দক্ষিণাঞ্চল এর খুলনা জেলার দাকোপ উপজেলা ও বাগেরহাট জেলার মোংলা উপজেলা টি দুর্যোগ প্রবন ও লবনাক্ত এলাকা হিসেবে বিশেষ ভাবে পরিচিত। এই এলাকা দুটির জীবন মান উন্নয়ন এ বিএএসডি ২০০৩ সাল থেকে কাজ করে চলেছে। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠান টি পরিবেশ সংরক্ষণ ও স্থানীয় জনগণ এর জীবনমান উন্নয়নে গত ১১ ই ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত পার্মাকালচার ডিজাইন ১২ দিনের কোর্স এর আয়োজন করে। এতে অংশ গ্রহণ করেন বিএএসডির কর্মকর্তা, কর্মচারী, বোর্ড সদস্য, ও স্বনীর্ভর দলের সদস্যরা। উক্ত কোর্সটি উদ্বোধন করেন মিঃবনিফেস এস গোমেজ, এই কোর্সে দুই ভাগে ৬ দিন করে মোট ৪০ জন কে সনদ পত্র প্রদান করে।
সার্বিক দায়িত্বে ছিলেন বিএএসডির ব্যাবস্থাপনা পরিচালক পরিতোষ কুমার মৃধা , সনদপত্র বিতরণ অনুষ্ঠান এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও লাউডোব ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান শেখ যুবরাজ, বানিশান্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুদেব কুমার রায়, মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক দাকোপ প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি স্বপন কুমার রায়, ন্যাশনাল প্রেস সোসাইটি খুলনা বিভাগীয় কো-অর্ডিনেটর ও বাংলাদেশ প্রেসক্লাব দাকোপ শাখার সভাপতি মিজানুর রহমান প্রমুখঃ.