ঢাকাসোমবার , ১৮ সেপ্টেম্বর ২০২৩

গংগাচড়ায় কাঁচা বাজারের মূল্য তালিকার ব্যানার লাগিয়ে দিলেন ইউএনও।

রিয়াদুন্নবী রিয়াদ
সেপ্টেম্বর ১৮, ২০২৩ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!
   
                       

নিজস্ব প্রতিনিধি:
প্রথমবারের মতো তিনটি পণ্য আলু, পেঁয়াজ ও ডিমের দাম নির্ধারণ করেছে সরকার।কেউ এর ব্যতয় করলে, আইন অনুযায়ী দায়ীদের শাস্তি নিশ্চিত করা হবে।আলু, পেঁয়াজ ও ডিমসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের সরকার নির্ধারিত মূল্য স্বাভাবিক রাখার লক্ষ্যে রংপুরের গংগাচড়া উপজেলায় গংগাচড়া কাঁচা বাজারের মূল্য তালিকার ব্যানার লাগিয়ে দিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না ‌।
গতকাল সোমবার বিকাল তিনটার সময় গংগাচড়া বাজারে সরকার নির্ধারিত মূল্যের তালিকা লাগিয়ে দেন। এসময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু সহ বাজারের দোকানদার বৃন্দ।
এসময় সদর ইউনিয়নের চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু বলেন, বাজারের সরকার নির্ধারিত মূলে যেনো ভোক্তারা পণ্য ক্রয় করতে পারে সেজন্য বাজারে এমন একটা কমিটি গঠন করব।
উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না বলেন, সরকার নির্ধারিত বেঁধে দেওয়া দাম অনুযায়ী, এখন থেকে প্রতিটি ফার্মের ডিম ১২ টাকা, আলু খুচরা পর্যায়ে ৩৫-৩৬ টাকা (হিমাগার পর্যায়ে ২৬-২৭) এবং দেশি পেঁয়াজের দাম হবে ৬৪-৬৫ টাকা।উর্ধ্বমুখী বাজার নিয়ন্ত্রণে এসব পণ্যের দাম বেঁধে দেওয়া হয়েছে।নির্ধারিত দামে এসব পণ্য বিক্রি হচ্ছে কিনা তা মনিটরিংয়ের জন্য উপজেলা প্রশাসন এর কর্মকর্তারা মাঠে কাজ করবেন। কেউ এর ব্যতয় করলে আইন অনুযায়ী দায়ীদের শাস্তি নিশ্চিত করা হবে।