ঢাকাসোমবার , ১৮ সেপ্টেম্বর ২০২৩

নীলফামারীতে বাংলাদেশ কৃষকলীগের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

সত্যেন্দ্রনাথ রায়
সেপ্টেম্বর ১৮, ২০২৩ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!
   
                       

নীলফামারী

নীলফামারী জেলা কৃষকলীগের আয়োজনে নীলফামারী জেলা শহীদ মিনার মাঠ প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে।

১৮ সেপ্টেম্বর সোমবার বিকালে জেলা শহীদ মিনার মাঠ প্রাঙ্গনে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপন করে কর্মসূচির উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষকলীগের কেন্দ্রীয় কার্যবাহী কমিটির যুগ্ন সাধারন সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য লুৎফুল বারী আল-উসমানী।

বাংলাদেশ কৃষক লীগ নীলফামারী জেলা শাখার সভাপতি মোহাম্মদ ইয়াহিয়া আবিদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট মোঃ আজহারুল ইসলাম।

এ সময় কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেখলেন যে দিন দিন বাংলাদেশ থেকে বৃক্ষ নিধন হচ্ছে, কেউ গাছ লাগাচ্ছে না, তখন নেত্রী কৃষকলীগের মাধ্যমে সারাদেশে প্রতিবছর পহেলা আষাঢ় ১৫ জুন আষাঢ়, শ্রাবণ, ভাদ্র এই তিন মাস বৃক্ষরোপনের নির্দেশ দেন।

তিনি আরও বলেন, সেই লক্ষ্যে আমরা তিনটি মাস একটি ফলজ, ভেষজ ও বনজ বৃক্ষ সহ অন্যান্য যে বৃক্ষ রয়েছে বাংলাদেশের সমস্ত নেতাকর্মীকে আমরা নির্দেশ দিয়েছি বৃক্ষরোপন করতে। তার ফলশ্রুতিতে আজকে বদরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি আমরা এখানে পালন করতে যাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগের জলঢাকা উপজেলা শাখার সভাপতি রুহাত ফারুক,
সাধারণ সম্পাদক মুসা আলীসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থক।