ঢাকাশনিবার , ২৪ ডিসেম্বর ২০২২

পুঠিয়া ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত (১)

মোঃ মিজানুর রহমান (কালু)
ডিসেম্বর ২৪, ২০২২ ১০:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!
                       

রাজশাহী (পুঠিয়া)প্রতিনিধিঃ মোঃ মিজানুর রহমান (কালু)

রাজশাহী সড়ক ও মোটর শ্রমিক ইউনিয়নের আদায়কারী ইব্রাহিম হোসেন (৪০) মাছবাহী ট্রাকচাপায় নিহত হয়েছেন। তিনি ঝলমলিয়া এলাকার মৃত হাজী দেদার আলীর ছেলে। শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া জাকের মঞ্জিল এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে, পুঠিয়া শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহমান পটল বিষয়টি নিশ্চিত করে বলেন, ইব্রাহিম হোসেন শ্রমিক ইউনিয়নের সড়কের আদায়কারী।

এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।