
মোঃ আজিজুর বিশ্বাস, স্টাফ রিপোর্টার
নড়াইলের লোহাগড়া উপজেলায় বিএনপি’র অঙ্গসংগঠন সহযোগীরা জেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের নেতৃত্বে লোহাগড়ার লক্ষ্মীপাশা চৌরাস্তা হইতে ঢাকা কাউন্টার পর্যন্ত ঝটিকা মিছিল নিয়ে লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মেহেদী হাসান মিছিলে বাধা দিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। শনিবার ২৪ ডিসেম্বর সকালে নড়াইল জেলার বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের নেতৃত্বে লোহাগড়া বিএনপির সদস্য সচিব সেলিম কাজি,ইতনা ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক শেখ পলাশ সহ ৩০/৪০বিএনপি অংগসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলে বিএনপির নেতা কর্মীরা বর্তমান সরকারের পদত্যাগের দাবীতে নানা ধরনের শ্লোগান দিতে থাকে।
ছাত্রলীগের নেতা মেহেদী হাসান উপজেলার কাশিপুর ইউনিয়নের মান্নান খানের ছেলে। সে দীর্ঘদিন যাবত বাংলাদেশ ছাত্রলীগ এর কার্যক্রমের সাথে জড়িত আছে বলে জানা গেছে। এ ঘটনার পর থেকে লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সহ বিভিন্ন ছাত্রলীগ কর্মীর ফেসবুক আইডিতে ভিডিওটি ছড়িয়ে পড়েছে এবং তারা মেহেদীর উপরে সন্তুষ্ট প্রকাশ করেছে