ঢাকারবিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৩

নওগাঁ ডিবি পুলিশের অভিযানে ১ লাখ ৭০ হাজার টাকা মূল্যের হেরোইনসহ ১ জন আটক অতঃপর ১ জন পালাতক

উজ্জ্বল কুমার সরকার
সেপ্টেম্বর ২৪, ২০২৩ ৪:৩৫ অপরাহ্ণ
Link Copied!
                       

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ

নওগাঁয় গোয়েন্দা(ডিবি) পুলিশের অভিযানে ১ লাখ ৭০ হাজার টাকা মূল্যের হেরোইন উদ্ধার সহ আটক একজন, পলাতক একজন।
মামলা ও স্থানিয় সুত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল সোয়া ৩ টায় নওগাঁ গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই আমরিন রাশাদ এর নের্তৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস অভিযান একটিম নওগাঁর মহাদেবপুর উপজেলার চৌমাশিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ১০ গ্রাম হেরোইন সহ এক জনকে হাতেনাতে আটক করেন। এসময় ডিবি পুলিশ কে দেখতে পেয়ে একজন ঘটনাস্থলে ৭ গ্রাম হেরোইন ফেলে দৌড়ে পালিয়ে যায়। উদ্ধারকৃত হেরোইন এর মূল্য আনুমানিক মোট ১ লাখ ৭০ হাজার টাকা।
হাতেনাতে আটককৃত মাদক কারবারি হলেন, নওগাঁর মহাদেবপুর উপজেলার বান্দ কুড়মইল গ্রামের মৃত শমসের আলীর ছেলে আরমান আলী (২৬) ও পলাতক মাদক কারবারি হলেন, একই গ্রামের মৃত আছির উদ্দিন এর ছেলে স্বপন (২৯)। এঘটনায় আটককৃত ও পলাতক দু’জন এর বিরুদ্ধে মহাদেবপুর থানায় মামলা দায়ের করা হয়।