ঢাকারবিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৩

নীলফামারীতে ভারী টানা রেকর্ড বৃষ্টিপাতে থমকে গেছে জনজীবন

মোঃ আনোয়ার হোসেন
সেপ্টেম্বর ২৪, ২০২৩ ৮:১৮ অপরাহ্ণ
Link Copied!
                       

মোঃ আনোয়ার হোসেন-ডিমলা, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারী জেলার বিভিন্ন উপজেলায় ৩৬ ঘন্টার টানা বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নীলফামারী জেলার বৃষ্টিপাতের রেকর্ড অনুযায়ী জানা যায়- সুত্রে প্রাপ্ত নীলফামারী শহর(পাউবো)১৭৯ মিলিমিটার, আবহাওয়া অফিস সুত্রে সৈয়দপুরে ১৭৯ মিলি,ডিমলায় ১৪৩ মিলিলিটার,তিস্তা অববাহিকায় ডালিয়ায়১৫১ মিলি, কৃষি বিভাগ রেকর্ডে কিশোরগন্জে১৩৫,ডোমারে১১০,জলঢাকায় ৯৪ মিলিমিটার।
টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে তলিয়ে গেছে পুকুর,মৎস্যখামার,ভেসে গেছে মাছ,ক্ষতিগ্রস্হ্য হয়েছে সবজির ক্ষেত।উপকৃত হয়েছে আমন ধান ক্ষেত ও চা বাগান। খেটে খাওয়া শ্রমিকের কাজ না থাকায় তারা সমস্যায় পড়েছে।