
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় মাওলানা আলতাফুর রহমান পরিচালিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুস সুন্নাহ মাদানিয়া মাদরাসার উদ্যোগে ৩জানুয়ারী ২০২৩ ইংরেজি মঙ্গলবার ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত হবে। এ রকম আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন জামালগঞ্জ উপজেলায় এই প্রথম। এতে আমন্ত্রণ করা হয়েছে, বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্বারীগণদেরকে
১.শায়খ ঈদী শাবান, আফ্রিকা। ২.শায়খ ক্বারী আবু আইয়্যুর, তানজানিয়া। ৩. শায়খ ক্বারী আব্দুর রহমান খাওলী, মিশর। ৪. শায়খ ক্বারী ইদ্রিস আবিদা, তানজানিয়া। আগমন করবেন বলে যানা যায় । আন্তর্জাতিক এই ক্বেরাত সম্মেলন সফলের লক্ষে সুদক্ষ, ৫০সদস্য বিশিষ্ট স্বেচ্ছাসেবক টিম গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।