ঢাকাশনিবার , ২৪ ডিসেম্বর ২০২২

বাউয়েট শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান

নিশাতুর রহমান জিম
ডিসেম্বর ২৪, ২০২২ ৮:৩৬ অপরাহ্ণ
Link Copied!
   
                       

নিশাতুর রহমান জিম-বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ার বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ক্যাম্পাসের স্মার্ট ক্লাসরুমে তিন দিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ‘মেথডস অব ইনস্ট্রাকশনস’ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৩ ডিসেম্বর ২০২২) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল প্রধান অতিথি হিসেবে থেকে প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করেন।
পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন প্রধান প্রশিক্ষক এর পরিচালনায় কর্মশালার সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক বরকত উল্লাহ এবং ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক মোঃ আবদুল্লাহ আল মামুন।উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অবসর প্রাপ্ত লে. কর্ণেল শেখ শামীম হোসেন, প্রক্টর ও সিএসই বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক গোলাম সরওয়ার ভ্ঞূাঁ। এই কর্মশালায় বাউয়েটের ৮টি বিভাগের নতুন নিয়োগপ্রাপ্ত ১৭জন শিক্ষক-শিক্ষিকা অংশ গ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার একাডেমিক মোঃ আশরাফুল ইসলাম। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কর্মশালায় অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করেন।