স্টাফ রিপোর্টারঃ
পঞ্চগড় সদর উপজেলার জগদল দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগসহ যাবতীয় কার্যক্রম বন্ধের জন্য একটি লিগ্যাল নোটিশ
পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককের পক্ষে আইনজীবী মোঃহায়দার আলী এ নোটিশ পাঠান। নোটিশটি স্কুল পরিচালনা কমিটির সভাপতি, তথাকথিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক,অভিভাবক সদস্য, উপজেলা ও জেলা শিক্ষা অফিসারের প্রতি পাঠানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে,স্কুলের প্রধান শিক্ষক অবসর গ্রহন করার পর পরিপত্র অনুযায়ী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব প্রদান করেন, সহকারী প্রধান শিক্ষক মো. ছাদেকুল ইসলামকে,এদিকে তৎকালীন এ্যাডহক কমিটি সহকারী শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি গোলাম মোস্তফাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে গোলাম মোস্তফা ও ৩ সদস্য বিশিষ্ট এ্যাডহক কমিটি সরকারি পরিপত্র অনুযায়ী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে মোঃ ছাদেকুল ইসলামকে দায়িত্ব অর্পণ না করে,ষড়যন্ত্র করে। তারা প্রকাশ করে মন্ত্রণালয়ের পরিপত্র তাদের কাছে গ্রহণযোগ্য নয়।এমন বেআইনি কার্যক্রমের বিরুদ্ধে অধিকার ও প্রতিকারের জন্য বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করে।
মামলা বিচারাধীন হলেও মোটা অঙ্কের উৎকোচ গ্রহণের মাধ্যমে প্রধান শিক্ষকসহ পাঁচটি শূন্য পদে নিয়োগ দেয়ার পায়তারা করিতেছে যা অন্যায় ও শাস্তি যোগ্য অপরাধ। বিজ্ঞ আদালতে মামলা চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নালিশ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে নিয়োগসহ যাবতীয় কার্যক্রম থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল। এর আগে ১৯ ডিসেম্বর উপজেলা ও জেলা শিক্ষা অফিসারের বরাবরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.ছাদেকুল ইসলাম আদালতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্কুলের প্রশাসনিক কাজ বন্ধ রাখার নির্দেশ প্রদানে আবেদন করেছেন।