ঢাকাশুক্রবার , ২৯ সেপ্টেম্বর ২০২৩

মাঝিহট্র ইউনিয়নে পুলিশ প্রশাসন, চেয়ারম্যান, মানবাধিকার কর্মী ও যুবলীগ নেতার হস্তক্ষেপে মীমাংসিত হল এক পারিবারিক দ্বন্দ।

Siam Hossen
সেপ্টেম্বর ২৯, ২০২৩ ৯:০২ পূর্বাহ্ণ
Link Copied!
   
                       

উপজেলা প্রতিনিধিঃ

বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্র ইউনিয়নের শোনভালকি গ্রামে রাস্তার পাশ দিয়ে পানি বেয়ে যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝির এক পর্যায়ে ঝগড়ার সৃষ্টি হয়। ঝগড়ার এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন আহত হয়। এবং ১ম পক্ষের বাদী মোঃ আমিনুর রহমানের মাথায় আঘাতপ্রাপ্ত হয়। এবং প্রাথমিক চিকিৎসা শেষে বাদী থানা এসে বিবাদীদের নামে অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে মাঝিহট্র ইউনিয়নের বিট অফিসার জনাব ইব্রাহিম হোসেন সশরীরে বিষয়টি তদন্ত করেন। এই ক্ষুদ্র বিষয়টাকে কেন্দ্র করে উভয়পক্ষ মামলা মোকাদ্দমার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হবে ভেবে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান জনাব ইসকেন্দার আলীর সহযোগিতায় বিষয়টি আপোশ মীমাংসার প্রস্তাব রাখেন।
উক্ত প্রস্তাবের ভিত্তিতে বিবাদী পক্ষের শশুর বাড়ি দুপচাঁচিয়া উপজেলা হওয়ায় উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জনাব মহসিন হক মিলন ও উপজেলা মানবাধিকার সংস্থার সাধারণ সম্পাদক এম আমিরুল ইসলাম এলএলবি কে বিষয়টি মীমাংসা করার জন্য আহ্বান করেন।
শিবগঞ্জ থানা চত্বরে উভয় পক্ষের উপস্থিতিতে সুন্দর আলোচনার মাধ্যমে ঘটে যাওয়া ঘটনার ভুলগুলো উপস্থাপন করে নিজেদের মধ্য দ্বন্দ না বাড়িয়ে দুই পক্ষের মাঝে মীমাংসা করে দেন মজলিসে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গগন।
এই মিমাংসায় উভয় পক্ষ্য খুশি হয়ে একে অপরের সাথে কুশল বিনিময় করে ও নিজেদের মধ্য নতুন ভাতৃত্বের সুচনা করে।