মোঃ ছিদ্দিক- ভোলা প্রতিনিধি
আধুনিক মায়েরা বাচ্চাদের বুকের দুধ দেয়না বলে শুক্রবার এক জুম অনলাইন কনফারেন্সে মত দেন জাতীয় সংসদের এমপি “রেজাউল করিম বাবলু “।শিশুদের প্রথম আন্তর্জাতিক গণমাধ্যম ” চাইল্ড মেসেজ ” বাংলা বিভাগের জনপ্রিয় আয়োজন “শুনো আমাদের কথা ‘য় অংশ নিয়ে এই সাংসদ বলেন, শিশু’র অধিকার যাদের হাত থেকে শুরু হওয়ার কথা সে মাতাপিতা ই আজ ব্যাস্ততার অজুহাতে বিচ্ছিন্ন থাকছে সন্তানদের থেকে। এতে শিশুরা অধিকার থেকে বঞ্চিত পাশাপাশি নানা অপরাধে জড়িয়ে পড়ছে।
এক শিশু অনলাইন আয়োজনে জানতে চায় স্কুলে বই,জুতা সহ অনেককিছুর দাম কেন বাড়ানো হচ্ছে? জবাবে বগুড়ার এই এমপি বলেন, এইধরনের প্রশ্ন কেন করা হচ্ছে।সাংসদ নিজ থেকে প্রশ্ন এইভাবে করতে বলেন, স্কুলের ব্যাগ ভারী কেন?কিন্তু জুমে এতে শিশুরা বারবার বলতে থাকে, আমাদের পিতামাতার আয় তো বাড়েনি।যদিও শিশুদের এর উত্তর সঠিক ব্যাখ্যা দিতে পারেনি বলে অভিযোগ অংশ নেওয়া শিশুদের৷ আরেক শিশু জানতে চায় সাংসদের কাছে, জন্মনিবন্ধন পেতে হয়রানি বন্ধ হবে কবে? জবাবে, সাংসদ বাবলু সরকার জন্মনিবন্ধন দিতে গিয়ে হয়রানি করেনা বরং সাধারণ মানুষের জন্যে ই জন্ম নিবন্ধন পেতে ভোগান্তি হয়৷পাশাপাশি ধীর গতির ইন্টারনেট ও প্রয়োজন অনুযায়ী লোক সংকট দায়ী বলে দাবী সাংসদের। চাইল্ড মেসেজ নির্বাহী পরিচালক আরিফ রহমান শিবলী বলেন, ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অন দ্য রাইটস অব চাইল্ড থার্টিন বাস্তবায়নে এইভাবে সাহসের সঙ্গে কাজ করে যেতে চাই আমরা।