ঢাকারবিবার , ২৭ নভেম্বর ২০২২

গাংনীতে মুদি দোকানদারের আত্মহত্যা

আবু জুবায়েরঃ
নভেম্বর ২৭, ২০২২ ৪:২৫ অপরাহ্ণ
Link Copied!
   
                       

আবু জুবায়েরঃ গাংনী প্রতিনিধি
মেহেরপুরের গাংনী উপজেলার ষােলটাকা ইউনিয়নের কাষ্টদহ গ্রামে রফিকুল ইসলাম (৪০) নামের এক মুদি ব্যবসায়ি আত্মহত্যা করেছেন। ব্যবসায়ি রফিকুল কাষ্টদহ গ্রামের বিলপাড়ার ইদ্রিস আলী ওরফে ইদু বকসের ছেলে। রবিবার সকালে রফিকুলকে নিজ ঘরের আড়ার সাথে গলায় রশি পেঁচানো অবস্থায় উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানান, রফিকুল শনিবার দিবাগত রাতে নিজ মহল্লা থেকে টেলিভিশনের মাধ্যমে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাড়িতে আসেন। সকাল তার নিজ ঘরের আড়ার সাথে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। কি কারণে সে আত্মহত্যা করেছে তা বােঝা মুশকিল।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানান,রফিকুল তার স্ত্রীর পরকীয়ার বিষয়টি বুঝতে পেরে স্ত্রীর উপর অভিমানে সে আত্মহত্যা করেছে। রফিকুল ইসলামের স্ত্রী সালমা খাতুন জানান,আমার স্বামী ৪,বছর আগে কর্মের জন্য সৌদি আরবে গিয়েছিলেন। শারীরিক সমস্যার কারণে পরে বাড়ি চলে আসেন। বাড়ি এসেও তার হার্ডের রােগসহ বেশ কিছু রােগ দেখা দেয়। পরে তার শরীরে পরপর একাধিকবার রিংস্থাপন করা হয়েছে। অসুস্থ অবস্থায় সে বাড়ির পাশে মুদি দােকান দিয়ে ব্যবসা করে আসছিলেন। কি কারণে আত্মহত্যা করেছেন তা বুঝতে পারছিনা।

স্থানীয় পল্লী চিকিৎসক কাষ্টদহ গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম জানান, রফিকুল ইসলামের বাড়িতে কােন ঝগড়া বা কারাের উপর অভিমান ছিলােনা। কেন এমনটি করেছেন তা কেউ বলতে পারছেনা কষ্টদহ গ্রামের মৎস্যজীবী আক্কাস আলী জানান,রফিকুল কেন আত্মহত্যা করেছেন তা কেউ বুঝতে পারছেনা। তবে রােগের যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে বলে অনেকেই ধারণা করছে। গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।