ঢাকাবৃহস্পতিবার , ১২ অক্টোবর ২০২৩

প্রথম কাবা — কবি মোঃআবু বকর সিদ্দীক

দৈনিক প্রথম বাংলাদেশ
অক্টোবর ১২, ২০২৩ ৭:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!
   
                       

প্রথম কাবা

কবি মোঃআবু বকর সিদ্দীক

মুসলমানের প্রথম কাবা,
হাত দিয়েছে কাফেরে।
কে কে আছিস যুদ্ধ করে,
আনবি আবার ফিরে।

রণাঙ্গনে নামতে হবে,
বীর মুসলিম সবাই কে।
একি সাথে অস্ত্র ধরে,
যুদ্ধ করে হারাতে।

ইসরাইলী সৈন্য সবে,
আসবে যখন প্রান্তরে।
ফিরবো মোরা ঘরে আবার,
কিন্তু ওদের খুন করে।

আর কত দিন সইবো ওদের,
জ্বালা নির্যাতন।
প্রস্তুতি নাও নয়তে দেরি,
করতে ওদের খুন।