ঢাকাশনিবার , ১৪ অক্টোবর ২০২৩

কুবি’র আদিবাসী ছাত্র সংসদের নবীন বরণ ও প্রবীণ বিদায়

দৈনিক প্রথম বাংলাদেশ
অক্টোবর ১৪, ২০২৩ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!
                       

কুবি প্রতিনিধি:

‘নব আনন্দে জাগো আজ এ নব রবির কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বলো নির্মলো জীবনে’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) জাতিতাত্ত্বিক সংগঠন আদিবাসী ছাত্র সংসদ কর্তৃক নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৩ই অক্টোবর) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নং রুমে সুইচিং মারমা ও অন্তা চাকমার সঞ্চালনায় এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে ইতু চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মো সোহরাব উদ্দীন সৌরভ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক শারমিন রেজোয়ান সহ আদিবাসী ছাত্র সংসদের সদস্য ও অতিথিবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মো সোহরাব উদ্দীন সৌরভ বলেন, ‘তোমরা তোমাদের জাতিকে প্রতিনিধিত্ব করছো। তোমাদের দিকে তোমার পরিবার, জাতি তাকিয়ে আছে তাই তোমাদের আরও এগিয়ে যেতে হবে। নিজের সংস্কৃতি ও স্বকীয়তা বজায় রাখার পাশাপাশি, সেগুলো রক্ষার জন্যও এগিয়ে আসতে হবে।’

আদিবাসী ছাত্র সংসদ সভাপতি ইতু চাকমা বলেন, ‘আমরা নিজেদেরকে গুটিয়ে না রেখে পড়ালেখার পাশাপাশি বিভিন্ন ক্লাব ও খেলাধুলার সাথে যুক্ত থাকা উচিত। যাতে নিজের প্রতিভার বিকাশ ঘটাতে পারি। তার সাথে নিজের জাতির স্বকীয়তা ও বিশ্ববিদ্যালয়কে সবার সামনে উপস্থাপন করতে পারি। আমি চাই আদিবাসী ছাত্র সংসদ অগ্রজ অনুজ সকল সদস্যের মাঝে সুসম্পর্ক বজায় থাকুক। এছাড়া তিনি নবীনদের প্রতি আদিবাসী ছাত্র সংসদকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান।