
স্টাফ রিপোর্টার মোঃ রিয়াদ মন্ডল
চুয়াডাঙ্গা জেলা, জীবননগর উপজেলা, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আন্দুলবাড়ীয়া মিস্ত্রীপাড়া যুব সমাজের উদ্যোগে ২য় বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল।আজ ২৬ ডিসেম্বর ২০২২ইং ১১ রোজঃ সোমবার, বাদ আছর। স্থানঃ আন্দুলবাড়ীয়া মিস্ত্রীপাড়া হাইস্কুল সংলগ্ন মাঠ প্রাঙ্গণ।আন্দুলবাড়ীয়া মিস্ত্রীপাড়া যুব সমাজের উদ্যোগে ২য় বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলে সভাপতিত্ত্ব করবেনঃ শেখ শফিকুল ইসলাম মুক্তার চেয়ারম্যান,২ নং আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ।
প্রধান বক্তাঃ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছিরে কুরআন হাফেজ মাওঃ আব্দুল্লাহ আল নোমানী খতিব বায়তুল মামুন জামে মসজিদ, গুলশান -২ ঢাকা।
২য় বক্তাঃ হযরত মাওঃ আব্দুল সাত্তার সাহেব সহ সভাপতি, বাংলাদেশ মাজলিসুন মুফাসসিরিন পরিষদ, চুয়াডাঙ্গা জেলা শাখা। প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থাকবেনঃ হাজী মোঃ হাফিজুর রহমান হাফিজ চেয়ারম্যান, জীবননগর, উপজেলা পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি থাকবেনঃ আব্দুর সালাম ঈশা ভাইস চেয়ারম্যান, জীবননগর উপজেলা পরিষদ। আরো ওয়াজ করিবেন স্থানীয় ওলামাইকরামগন। বিদ্রঃ মহিলাদের বসিবার কোনো ব্যবস্থা থাকিবে না, ডিসের মাধ্যমে সম্প্রচার করা হইবে। উক্ত মাহফিলে দলেদলে যোগদান করিয়া দোজাহানের অশেষ নেকী হাসিল করুন। আয়োজনেঃ মিস্ত্রীপাড়া যুব সমাজ ও গ্রাম বাসী।