ঢাকামঙ্গলবার , ২৭ ডিসেম্বর ২০২২

নওগাঁয় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, চেষ্টার অভিযোগে তয়েজ উদ্দিন ৬০ নামে এক জন বৃদ্ধকে গ্রেফতার “

উজ্জ্বল কুমার সরকার
ডিসেম্বর ২৭, ২০২২ ১১:০৫ পূর্বাহ্ণ
Link Copied!
                       

উজ্জ্বল কুমার সরকার-নওগাঁ জেলা প্রতিনিধিনঃ

নওগাঁর মান্দায় প্রতিবন্ধী শিশু বাচ্চাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে তয়েজ (৬০) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার ভারশোঁ ইউপির হোসেনপুর গ্রামে এই ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে। অভিযুক্ত তয়েজ উদ্দিন উপজেলার ভারশোঁ ইউপির হোসেনপুর গ্রামের লইমদ্দিনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, ঘটনার দিন অভিযুক্ত তয়েজ ৮ বছরের প্রতিবন্ধী শিশুকে ধর্ষনের জন্য তার শয়ন রুমে নিয়ে যায়। এসময় স্থানীয়রা জানতে পেরে তার বাড়ি ঘেরাও করে ফেলেন।এক পর্যায়ে স্থানীয়রা উত্তেজিত হয়ে তার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেন। অবস্থা বেগতিক দেখে স্থানীয়রা ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশি সহযোগিতা চায়। এরপর পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে বাড়ির দরজা কেটে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। সরেজমিনে ঘটনাস্থলে গেলে স্থানীয়রা জানান, ইতোপূর্বে অভিযুক্ত তয়েজ উদ্দিন ৩ থেকে ৪টা বলাৎকারের ঘটনা ঘটিয়েছেন। এরপর গ্রাম্য শালিসে তয়েজ উদ্দিনের ভাই হাকিম টাকার বিনিময়ে ধামাচাপা দিয়েছে। এবার প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের চেষ্টা করেছে। মান্দা থানার ওসি নুর এ আলম সিদ্দিকী জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে। ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে মেয়ের মা নাসিমা বেগম থানায় মামলা দায়ের করেন। মামলার পর ধর্ষককে জেল হাজতে প্রেরণ করা হয়েছে