ঢাকাশনিবার , ২৮ অক্টোবর ২০২৩

নড়াইলে খালের সেই সাড়ে ৬ ফুট কুমিরকে আটক করেছে এলাকাবাসী

মোঃ আজিজুর বিশ্বাস
অক্টোবর ২৮, ২০২৩ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!
                       

মোঃ আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার

শনিবার (২৮ অক্টোবর) সকালে খাল সংলগ্ন ডাঙ্গা থেকে সাড়ে ৬ ফুট লম্বা এ কুমিরটি আটক করা হয়। এ-সময় হাজার হাজার এলাকাবাসী কুমিরটি দেখার জন্য ভিড় করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বিগত কয়েকদিন আগে মাইগ্রাম খালে কুমির দেখে এলাকাবাসী মহা আতঙ্কে ছিল। শনিবার সকালে ওই গ্রামের ইয়ামিন চৌধুরী নামে এক যুবক মাছ ধরতে গিয়ে অল্প পানিতে কুমিরটি দেখতে পেয়ে রশি দিয়ে ফাঁদ তৈরি করে মুখ বেঁধে কুমির স্থানীয় কয়েকজনের সহযোগিতায় ওপরে নিয়ে আসা হলে খুলনা বিভাগের বন অধিদপ্তরের সদস্যরা নিয়ে যান। এ ঘটনায় এলাকার লোকজন বলছে আরো দুটি কুমির রয়েছে ওই খালে সেটাকে ধরলে এলাকার মানুষ স্বস্তি ফিরে পাবে

এ বিষয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনা কার্যালয়ের মৎস্য বিশেষজ্ঞ ও স্মার্ট ডাটা কো-অর্ডিনেটর কর্মকর্তা মোঃ মফিজুর রহমান বলেন, খবর পেয়ে আমরা এসে কুমির উদ্ধার করেছি,এবং এই কুমির টা মিঠা পানির কুমির, আমরা কুমিরটি খুলনাতে নিয়ে যাচ্ছি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে ব্যবস্তা নিবেন।