
স্টাফ রিপোর্টার- মোঃ রিয়াদ মন্ডল
জীবননগর উপজেলা,আন্দুলবাড়ীয়া ইউনিয়ন, কর্চ্চাডাঙ্গা জোলপাড়া তাহ্ফিজুল উলুম মাদ্রাসা উদ্যোগে ওয়াজ মাহফিল। আজ ২৭ ডিসেম্বর, রোজ মঙ্গলবার বাদ আছর। মাদ্রাসা সংলগ্ন মাঠ কর্চ্চাডাঙ্গা জোলপাড়া।তাহ্ফিজুল উলুম মাদ্রাসা উদ্যোগে ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন মুফতি আব্দুল হামিদ সাহেব দ; বা; সভাপতি বৃহত্তর কুষ্টিয়া, উলামা পরিষদ, বড়ো আইলচালা মাদ্রাসা, কুষ্টিয়া। বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ সুমিষ্টভাষা ও বলিষ্ঠ কন্ঠস্বর, বিশেষ মেহমান মুফতি আলী আকবার সাহেব মুহতামিম কালিয়াবধরী মাদ্রাসা, চুয়াডাঙ্গা।
সভাপতিত্ব করবেন মওলানা মোঃ আমিরুল ইসলাম মিশরী সাহেব। মুহতামিম মিশরী ইসলামি মাদ্রাসা, বাঁকা, জীবননগর, চুয়াডাঙ্গা।মওলানা মোঃ আনিসুর রহমান প্রতিষ্ঠাতা পরিচালক, অত্র মাদ্রাসা। আরোও উপস্থিতি হিসাবে থাকবেন স্থানীয় ওলামায়ে কেরামগণ।আপনারা দলে দলে ওয়াজ মাহফিলে যোগ দিন। মা বোনের জন্য পর্দার সাহিত বসিবার সু ব্যবস্থা আছে।অত্র মাদ্রাসার নূরানি বিভাগ প্লে থেকে দ্বিতীয় শ্রেনি পর্যন্ত ছাত্র ও ছাত্রী ভর্তি চলছে,কর্চ্চাডাঙ্গা জোলপাড়া তাহ্ফিজুল উলুম মাদ্রাসা।আয়োজনে মাদ্রাসা ও এলাকাবাসী।