
মোঃ আনোয়ার হোসেন-ডিমলা, নীলফামারী প্রতিনিধি:
“স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ ” এই প্রতিপাদ্য নিয়ে নীলফামারীর ডিমলা উপজেলায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে। বুধবার ১নভেম্বর দুপুরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস উপলক্ষে উপজেলা চত্বরে যুব র্যালি শেষে পরিষদ কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা, প্রশিক্ষন উদ্বোধন, যুবকদের ঋনের চেক ও প্রশিক্ষনের সনদপত্র এবং বিভিন্ন প্রজাতির চারা গাছ বিতরণ, সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবকমূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতা মূলক প্রশিক্ষণ কোর্স শুভ উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসাবে বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নুর-ই -আলম সিদ্দিকী উপস্থিতি তে এবং যুবক,যুবতী গন্যমান্য ব্যক্তিবর্গে অংশ গ্রহনে উপজেলা নির্বাহী অফিসার নুর -ই- আলম সিদ্দিকী এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিরেন্দ্রনাথ রায়, যুব উন্নয়ন কর্মকতা প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ,উপজেলা যুব উন্নয়ন কর্মকতা খন্দকার এনামুল কবির সহ যুব উন্নয়ন দপ্তরের কর্মচারী , অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ