ঢাকাবুধবার , ৮ নভেম্বর ২০২৩

অলি উল্লাহ রায়হান এর পথচলা

মিলন হোসেন
নভেম্বর ৮, ২০২৩ ৬:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!
                       

মিলন হোসেন, বিনোদন প্রতিবদেকঃ

অলি উল্লার রায়হান, জন্ম নেত্রকোনা জেলার বারহাট্টা থানায়, অলি উল্লাহ রায়হানের জীবনের পথচলা টা এর সহজ ছিল না কারণ তিনি মাত্র ৮ বছর বয়সে তার মা কে হারিয়েছেন, ছোট পরিবারের সাথেই বড় হয়েছে। অলি বর্তমানে তিনি নেত্রকোনা সরকারি কলেজে হিসাববিজ্ঞান ডিপার্টমেন্টে অনার্স ৩য় বর্ষে অধ্যয়নরত। অলি উল্লাহ রায়হান যখন একাদশ শ্রেনীতে পড়ে তখন থেকেই তিনি মিডিয়ার সাথে কাজ করে। পাশাপাশি তিনি ২০১৯ সালে ফ্রিল্যান্সিং এর কাজ শুরু করে ডিজিটাল মার্কেটিং সেক্টরে। অনলাইনে কাজ করে তিনি ভাল অবস্থানে চলে আসে কিন্তু ২০২১ সালে উনার একটি ঘটনা উনার জীবন পরিবর্তন করে দেয় ।

অলি উল্লাহ রায়হান জানায়, উনার এক খালাত বোনকে সে পছন্দ করতো কিন্তু খালাতো বোনের পরিবার তাকে মেনে নেয়নি এই কষ্টে তিনি জীবন সাধারন জীবন থেকে ইসলামিক জীবনে চলে আসে। অলি উল্লাহ রায়হান তাবলীগে ২০২১ সালে ১চিল্লা শেষ করে এবং ২০২৩ সালে ৩চিল্লা সম্পন্ন করেন। তিনি যেহেতু আগে থেকেই মিডিয়াত যুক্ত ছিল তাই তিনি উনার মেধাকে ইসলামিক লাইনে ব্যবহার করে৷ উনি বেশ কয়েকটি ইসলামিক সংগীত প্রকাশ করেন যার মধ্যে “নবীর রওজা শরীফ” নামের ইসলামিক সংগীতটি জনপ্রিয়তা পায়৷ অলি উল্লাহ রায়হান ইসলামিক সংগীতে গাওয়ার পাশাপাশি ইসলামিক সংগীতের সাউন্ড ডিজাইনও করে৷

বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক সংগীত স্টুডিও “স্টুডিও ভোকাল” এ তিনি সাউন্ড ডিজাইনার ছিল৷ বর্তমানে “তাজবীদ রেকর্ডস” নামের স্টুডিওতে তিনি সাউন্ড ডিজাইনার হিসেবে আছে এবং এখান থেকেই প্রতিনিয়ত ইসলামিক সংগীতের কাজ করে যাচ্ছে। অলি উল্লার রায়হান কবে বিয়ে করবে জানতে চাইলে বলেন সবকিছু ঠিক থাকলে ২০২৪ সালে বিয়ে করবেন ।