
মশিয়ার রহমান, নীলফামারী
নীলফামারীর জলঢাকা উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। শুক্রবার (১০শে নভেম্বর) নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজুল হক স্বাক্ষরিত একটি চিঠিতে আব্দুল ওয়াহেদ বাহাদুরকে সিনিয়র সহ-সভাপতি হিসেবে উপজেলা কার্যনির্বাহী কমিটিতে অন্তর্ভুক্তির ঘোষণা দেন।
ঘোষণায় বলা হয়েছে,দেশের বিরাজমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংগঠনের বৃহত্তরস্বার্থে সংগঠনকে গতিশীল করার নিমিত্তে জলঢাকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর কে জলঢাকা উপজেলা আওয়ামীলীগ এর সিনিয়র সহ-সভাপতি হিসেবে আংশিক কমিটিতে অন্তর্ভুক্ত করা হলো।একই তারিখ হতে আঃ ওয়াহেদ বাহাদুর এর অন্তর্ভুক্তি কার্যকর হবে।পাশাপাশি সংগঠনকে গতিশীল করার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার জন্য অনুরেোধক্রমে নির্দেশ প্রদান করা হলো। কর্মীবান্ধব ও সফল চেয়ারম্যান নেতার এমন অর্জনে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছে জলঢাকা উপজেলা ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য,আব্দুল ওয়াহেদ বাহাদুর জলঢাকা উপজেলার সাবেক ছাত্রলীগ সহ-সভাপতি এবং উপজেলা যুবলীগের পর্যায়ক্রমে সাধারন সম্পাদক ও সভাপতি ছিলেন।