
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৭তম আসর শুরু হচ্ছে ১ জানুয়ারি। নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে বঙ্গবন্ধু-চায়না বাংলাদেশ এক্সিবিশন সেন্টারে চলছে পুরোদমে প্রস্তুতি। স্টল ও প্যাভিলিয়ন নির্মাণে হাতুড়ির টুংটাং শব্দে মুখরিত বাণিজ্যমেলা প্রাঙ্গণ। ৩০ ডিসেম্বরের মধ্যেই বুঝিয়ে দিতে হবে স্টল। কুড়িল থেকে পূর্বাচলে যাতায়াতের রাস্তার কাজও প্রায় শেষ। স্টল বাড়ানোয় জমজমাট বাণিজ্যমেলার আশা করছেন ব্যবসায়ীরা।
কুড়িল বিশ্বরোড থেকে ১৪ কিলোমিটার দূরে শহরতলীর ওই প্রদর্শনী কেন্দ্রে যেতে গত বছর বিআরটিসির বিশেষ বাস সার্ভিস চালু করা হয়েছিল। এবারও একই ধরনের বাস বার্ভিস থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন। ইপিবির সচিব ইফতিখার আহমেদ চৌধুরী বলেন, ১ জানুয়ারি সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করবেন। মেলা উপলক্ষে কুড়িল থেকে মেলা পর্যন্ত বিআরটিসির ৫০টি শাটল বাস থাববে। জনপ্রতি ভাড়া ধরা হয়েছে ৩৫ টাকা। ইপিবি থেকে জানা গেছে, বিস্তৃর্ণ গাড়ি পার্কিং ব্যবস্থা ছাড়াও বিভিন্ন স্থানে দর্শনার্থীদের ক্লান্তি কাটানোর ব্যবস্থা থাকবে। এছাড়া শিশুদের জন্য বিভিন্ন মনোমুগ্ধকর রাইডের শিশুপার্ক রাখা হয়েছে।গতবারের মতো দর্শনার্থীদের চলাচলের সুবিধার্থে চালু করা হবে বিআরটিসির স্পেশাল বাস সার্ভিস। মেলা সফল করতে প্রশাসন সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করার কথা জানিয়েছে। মেলায় এবারও সাধারণ, প্রিমিয়াম, সংরক্ষিত, ফুডস্টল ও রেস্তোরাঁসহ ১৩ ক্যাটাগরিতে স্টল থাকবে। এবারের মেলায় ১২টি দেশের ৩ শতাধিকের বেশি প্রতিষ্ঠান অংশ নেবে বলে জানা গেছে। গত বছরের মতো এবারও মেলার প্রবেশ মূল্য ৪০ টাকা; শিশুদের জন্য ২০ টাকা।