ঢাকামঙ্গলবার , ১৪ নভেম্বর ২০২৩

খানসামায় ৪ টি প্রাথমিক বিদ্যালয় ও সাব-রেজিস্টার অফিস ভবন উদ্বোধন

উজ্জ্বল রায়,
নভেম্বর ১৪, ২০২৩ ৪:৪২ অপরাহ্ণ
Link Copied!
   
                       

খানসামা প্রতিনিধি:

মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এমপি কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিনাজপুরের খানসামা উপজেলার ৪ টি প্রাথমিক বিদ্যালয় ও খানসামা সাব-রেজিস্টার অফিস ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে বিটিভিতে সম্প্রচারিত উদ্বোধন অনুষ্ঠানটি প্রদর্শিত ও দোয়া করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন,ইউএনও মো.তাজ উদ্দিন,এসিল্যান্ড মারুফ হাসান,ওসি চিত্তরঞ্জন রায়,মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন,সাব-রেজিস্টার বার্নার্ড মার্ডী,উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।

প্রধান মন্ত্রীর অনুষ্ঠান শেষে উপজেলার গোলাম রহমান শাহ মাদ্রাসার ৪তলা ভবন ভার্চ্যুয়ালী উদ্বোধন করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।

এরপর খানসামা উপজেলার সাব-রেজিস্টার অফিস ভবনের ফলোক উন্মোচন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন ও ইউএনও মো.তাজ উদ্দিন।এরপর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন ওসি চিত্তরঞ্জন রায়,মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন,সাব-রেজিস্টার বার্নার্ড মার্ডী,উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম সহ সাব-রেজিস্টার অফিস স্টাফবৃন্দ।