ঢাকাবুধবার , ১৫ নভেম্বর ২০২৩

বিশিষ্ট চলচিত্র অভীনেতা রাজিবের মৃত্যু বার্ষিকী 

মো আজিজুল
নভেম্বর ১৫, ২০২৩ ৬:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!
                       

মো আজিজুল (পটুয়াখালী জেলা ) প্রতিনিধি:

পটুয়াখালী জেলার দুমকি উপজেলাস্থ দক্ষিণ শ্রীরামপুর গ্রাম নিবাসী বাংলাদেশের চলচিত্রাভীনেতা ওয়াসীমুল বারি রাজীবের মৃত্যুবার্ষিকী।পারিবারিক সূত্র জানায়, বাচসাস সহ চারবার জাতীয় চলচিত্র পুরুস্কার প্রাপ্ত, শ্রেষ্ঠঅভিনয় শিল্পী, নায়ক, খল অভিনেতা, বিএফডিসির মহা পরিচালক, জাসাসের সভাপতি, ওয়াসীমুল বারি রাজীব ২০০৪ সালের ১৪ নভেম্বর ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

১ জানুয়ারী ১৯৫২ সালে জন্মগ্রহন করেন পটুয়াখালী জেলার দুমকি উপজেলার শ্রীরামপুর নামক গাবতলী নামক স্থানে। এসএসসি পাশ করে ঢাকা গিয়ে কলেজে ভর্তি হয়ে পেট্রল বাংলায় প্রথম চাকরি পরে তিতাস গ্যাসের দ্বিতীয় চাকুরি, শ্রমিক ইউনিয়নের সভাপতি ছিলেন। পরবর্তীতে অফিসার হয়ে সুনাম ও দক্ষতার সহিত চাকুরি করছিল। পরক্ষনে মঞ্চ নাটক, চলচিত্র জগতে জড়িয়ে পড়ে। পরবর্তীতে নায়ক, খল নায়ক, অভিনেতা, প্রযোজক, পরিচালক দায়িত্ব পালন করতে গিয়ে সারা দেশে অভিনয় শিল্পী হিসেবে সুনাম ছড়িয়ে পড়ে। ১৯ তম মৃত্যুবার্ষিকীতে দুমকি, পটুয়াখালী তথা চলচিত্র অঙ্গনে মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন মহল তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।