ঢাকাবুধবার , ১৫ নভেম্বর ২০২৩

পুন্যস্নান উৎসব উপলক্ষে অষ্টপ্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান

দৈনিক প্রথম বাংলাদেশ
নভেম্বর ১৫, ২০২৩ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!
                       

গংগাচড়া (রংপুর) প্রতিনিধি,

রংপুরের গংগাচড়ায় বিশ্বশান্তি ও সমগ্র জীবজগতের কল্যাণে প্রতিবারের ন্যায় (১৫ তম) অষ্টপ্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পুন্য স্নান উৎসব উপলক্ষে নোহালী ইউনিয়নের পূর্ব কচুয়া বসুনিয়া পাড়া হরিমন্দিরে এর আয়োজন করেছেন ভক্তরা। অনুষ্ঠানসূচিতে থাকছে, ১৬ নভেম্বর বৃহস্পতিবার শ্রীমদ ভগবত গীতা পাঠ ও শ্রী শ্রী মহাপ্রভুর অধিবাস কীর্তন, ১৭ নভেম্বর শুক্রবার ব্রহ্মমুহূর্ত হইতে অষ্টপ্রহরব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান এবং অনুষ্ঠানের তৃতীয় দিন ১৮ নভেম্বর শনিবার যজ্ঞ সমর্পণ, নগর ভ্রমণ কীর্তন, দধীমঙ্গল ও মোহন্ত বিদায়।

বাবু ননিগোপাল মন্টু এর সভাপতিতে মহানাম যজ্ঞানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সাবেক গংগাচড়া উপজেলা চেয়ারম্যান ও রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য আসাদুজ্জামান বাবলু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেরানিহাট স্কুল এন্ড কলেজ মহানগর,রংপুরের প্রভাসক প্রদীপ চন্দ্র রায় আরও উপস্থিত থাকবেন এমবিবিএস, বিএমসি জেনারেল ফিজিশিয়ান মেডিসিন ও সার্জারি ডক্টর মৃণাল চন্দ্র রায়। প্রধান পৃষ্ঠপোষকতায় নোহালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ আলী।