নীলফামারী প্রতিনিধি
রোজ শনিবার ১৮ নভেম্বর ২৩ ইং লেখক সংসদ রংপুর এর ৮১৫ তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি আবুল কাশেম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সাহিত্য আসরে শুরুতে কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সাধারণ সম্পাদক এম এ ফাত্তাহ,সংগঠনের সাংগঠনিক সম্পাদক লেখক কবি সংগঠক অধ্যাপক মোহাম্মদ আহসান হাবীব রুবু ভাইয়ের সঞ্চালনায় কবিতা পাঠ করেন। সংগঠনের সিনিয়র সভাপতি লেখক কবি মোহাম্মদ নুরুল ইসলাম সরদার, সংগঠনের সহ-সভাপতি (অবসরপ্রাপ্ত) অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম,কবি লেখক ও সংগঠনের অর্থ সম্পাদক মোঃ অহিদুল ইসলাম,সংগঠনের উপদেষ্টা ডাঃ শফিউল হক ,সংগঠনের সাধারণ সম্পাদক এম এ ফাত্তাহ ও কবিরাজ মোহাম্মদ ইসমাইল মোল্লা । বক্তব্য প্রদান করেন ডাসের নির্বাহী পরিচালক মোঃ চাঁদ মিয়া, মঙ্গলদীপের চেয়ারম্যান জনাব মোঃ কামরুজ্জামান মিলন, সংগঠনের সভাপতি ও বহু গ্রন্থের প্রণতা আবুল কাসেম মাস্টার, সংগঠনের সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক চঞ্চল মাহমুদ ও আব্দুস ছালাম প্রমুখ ।সাপ্তাহিক সাহিত্য আসরটি ১১:০০ টায় শুরু হয়ে ১.০০টা অব্দি চলমান ছিল। ১৬ই ডিসেম্বর ২৩ইং বিজয় দিবস উদযাপন উপলক্ষে লেখক সংসদ রংপুরের মুখপাত্র “ঐতিহ্য”প্রকাশ করা হবে। উক্ত “ঐতিহ্য” পএে সম্মানিত লেখক, কবি,সাহিত্যপ্রেমী অনুরাগীদের স্বরচিত কবিতা, অনুকবিতা,অনুপ্রবদ্ধ, অনুকাব্য, অনুরম্য রচনা, অতি দ্রুত এই ইমেইল
( iahidulislam9218@gmail.com ) অথবা লেখক সংসদ রংপুরের মেসেঞ্জার পেজে লেখা পাঠানোর জন্য আহ্বান করা হলো । উল্লেখ থাকে যে প্রতি শনিবার একই সময়ে একই স্থানে লেখক সংসদ রংপুরের সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।