
মো: মেহেদী হাসান-ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি হুমায়ুন কবিরকে (৫২) আটক করেছে থানা-পুলিশ।আজ শনিবার (১৮ নভেম্বর) ভোরে পৌরশহরের বড়ালব্রিজ ষ্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। কৃষক দল নেতা হুমায়ুন কবির উপজেলার নৌবাড়ীয়া গ্রামের মৃত আবুল কাশেম সরকারের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম। তিনি জানান,এখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে পাবনা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে। এদিকে ভাঙ্গুড়া উপজেলা কৃষকদলের আহবায়ক আখিরুজ্জামান মাসুম, এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আটক কৃষকদল নেতা হুমায়ুন কবিরের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
ছবি ক্যাপশন: আটক হুমায়ুন কবির।ছবি: সংগৃহীত।