
উজ্জ্বল কুমার সরকার নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় গরু চুরির হিড়িক পড়েছে, চোরের অত্যাচারে অতিষ্ট সাধারণ মানুষ দিনে মাঠের কাজকরে রাতে একটু শান্তিতে ঘুমাতে পারছেনা মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়ন ভীম পুর ইউনিয়নে প্রায় ২ সপ্তাহের ব্যাবধানে তিন টি বাড়ির গরু চুরি করে নিয়ে যায়। দক্ষীন লক্ষীপুর ভূত পকড়া গ্রামের কুমির উদ্দিনের ছেলে ইয়াকুব আলী গোয়ালের তিনটা গাই, বাছুর বোকনাসহ গোয়াল ঘরের তালা ভেঙে প্রায় ২ লক্ষ টাকা গরু চুরি করে নিয়ে যায়। “”” ঐদিন গোয়ালের বাড়িতে আত্মীয় স্বজনদের শীতের পিঠা পায়েস ভালমন্দ খাবার খেয়ে রাতে ২ টার সময়ে শুবার ঘরে ঘুমালে, প্রতিদিনের মতো সকালে গরু গোয়াল ঘর থেকে গরু বাইর করতে গেল গোয়াল ঘরে গরু নেই।
আবার গাজী পুর গ্রামের একজন জানায় আমাদের গ্রামের মানুষের রাতের ঘুম হারাম হয়ে গেছে আমরা সাধারন গরীব জেল – দিনে মাছ ধরে ও বিক্রি করে কোন রকমে জীবন যাপন করেথাকী আমাদের গরীব মানুষের দুই একটা গরু পালন করে থাকে তাও যদি চোরে নিয়ে যায় ঐ পরিবারের কি দসা হবে। চিঠি দিচ্ছে এক বাড়িতে আর গরু চুরি করছে আর এক বাড়িতে, চিঠি দিয়ে গরু চুরি হিড়িক পড়েছে নওগাঁয়। “””””””””মহাদেবপুর থানা পুলিশ চুরি যাওয়া তিনটি গরু উদ্ধার করেছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার রাইগাঁ ইউনিয়নের রহট্টা গ্রাম থেকে গরুগুলো উদ্ধার করা হয়। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, গত ২৫ ডিসেম্বর রাত উপজেলার সদর ইউনিয়নের বকাপুর গ্রামের মৃত ছালেমুদ্দিনের ছেলে রমজান আলীর গোয়াল ঘরের সিঁদ কেটে গরুগুলো চুরি হয়। রাতে পুলিশী টহলের সময় চোরেরা গরুগুলো ফেলে পালিয়ে যায়। গরুগুলোর মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা।