ঢাকাসোমবার , ২০ নভেম্বর ২০২৩

মহাদেবপুর নওহাটা মোড় থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

মোঃ মেহেদী হাসান
নভেম্বর ২০, ২০২৩ ৭:০৩ পূর্বাহ্ণ
Link Copied!
                       

মোঃ মেহেদী হাসান মহাদেবপুর নওগাঁ প্রতিনিধি:

আজ দুপুরে মহাদেবপুর নওহাটা মোড় এলাকা থেকে মামুন হোসেন (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মামুন নওগাঁ সদর উপজেলার কুমুড়িয়া গ্রামের মৃত আলেফ উদ্দীনের ছেলে। আটককৃতরা হলো নওগাঁ সদর উপজেলার উল্লাসপুর গ্রামের ছানা মিয়ার ছেলে সজীব ও কুমুড়িয়া গ্রামের দুলালের ছেলে সুমন।

পুলিশ জানায়,স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের ফয়েজ উদ্দীন কোল্ড স্টোরেজের অদুরে রাস্তার পাশের নিচু জায়গা থেকে মামুনের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে রাতের যে কোন এক সময় তাকে অন্য কোথায় হত্যার পর মরদেহ সেখানে ফেলে যাওয়া হয়েছে। এ হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুজনকে আটক করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. মোজাফফর হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।