ঢাকাবৃহস্পতিবার , ২৯ ডিসেম্বর ২০২২

নলডাঙ্গায় শীতার্তদের মাঝে ৪’শত কম্বল বিতরণ করলেন- এমপি রত্না আহমেদ

বেল্লাল হোসেন বাবু
ডিসেম্বর ২৯, ২০২২ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!
   
                       

বেল্লাল হোসেন বাবু-রাজশাহী বিভাগীয় প্রধান :

নাটোর -নওগাঁ সংরক্ষিত সংসদ সদস্য রত্না আহমেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তাঁর উপহার স্বরুপ অসহায়, হতদরিদ্র পরিবারের মধ্যে শীতবস্ত্র হিসেবে তিনি কম্বল বিতরণ করেন। ২৮ ডিসেম্বর বুধবার বিকেল ৪.০০ টায় উপজেলার পিপরুল ইউনিয়নের বাঁশভাগ গ্রামে দুস্থ ও গরীব অসহায় পরিবারের মাঝে ১০০ টি কম্বল ও ২৯ ডিসেম্বর বৃহঃস্পতিবার ব্রক্ষ ইউনিয়নে বেলা ১১.০০ টায় ৩০০ টি কম্বল বিতরণ করেন তিনি।

এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল জব্বার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নলডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়রও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ শরিফুল ইসলাম পিয়াস, এছাড়া আরও উপস্থিত ছিলেন, প্রাক্তন চেয়ারম্যান ও নলডাঙ্গা শ্রমিক লীগের সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমান বাবু, সঞ্চালনায় ছিলেন,ইউনিয়ন যুবলীগ এর সভাপতি জামাল মোল্লা, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, মোঃ হেলাল ও ৪.৫.৬. নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক। মহিলা নেতৃদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেনুকা হুজুর, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছাঃ হাওয়া বেগম, পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিমা রাণী সরকার প্রমুখ। এছাড়া ছাত্রলীগ,যুবলীগ, সেচ্ছাসেবক লীগ সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।