ঢাকাবৃহস্পতিবার , ২৯ ডিসেম্বর ২০২২

কালিয়াকৈরে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

মো. ইলিয়াস চৌধুরী
ডিসেম্বর ২৯, ২০২২ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!
                       

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কারিয়াকৈরে ‘ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা’ বৃহস্পতিবার সকালে কালিয়াকৈর পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

এমসিএইচ ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।কর্মশালায় বক্তব্য রাখেন, মোঃ মাহবুব আলম পরিচালক (যুগ্ন সচিব) পরিবার পরিকল্পনা, ঢাকা বিভাগ, ডাঃ মোঃ মাহমুদুর রহমান পরিচালক (এমসিএইচ-সার্ভিসেস) পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম প্রধান উপ-পরিচালক (এমসিএইচ) এবং প্রোগ্রাম ম্যানেজার (মাতৃ-স্বাস্থ্য) এমসিএইচ সার্ভিসেস ইউনিট,পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ডাঃ জুবায়রা হাসিন মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) কালিয়াকৈর, ডাঃ মোঃ মজনু মিয়া ডিস্ট্রিক্ট কনসালটেন্ট এফপিসিএস এন্ড কিউআইটি গাজীপুর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন, কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন, শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজিবুর রহমান, বোয়ালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আফজাল হোসেন প্রমূখ।