ঢাকাবৃহস্পতিবার , ২৯ ডিসেম্বর ২০২২

কালিয়াকৈরে পৃথক অগ্নিকান্ডে ১টি কলোনি ও ৩টি ঝুটের গোডাউন ভস্মীভূত

মো. ইলিয়াস চৌধুরী,
ডিসেম্বর ২৯, ২০২২ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!
   
                       

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈরে পৃথক অগ্নিকান্ডে মালামালসহ ৩টি ঝুটের গোডাউন ও ১টি কলোনির ৭টি কক্ষ সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে।

জানা যায়, বুধবার গভীর রাতে কালিয়াকৈর পৌরসভার ৭নং ওয়ার্ডের পল্লীবিদ্যুৎ জোড়াপাম্প এলাকায় মোঃ জাকির হোসেন এর ঝুটের গোডাউনে প্রথমে অগ্নিকান্ডের সৃষ্টি হয়। মূহুর্তেই আগুনের লেলিহান শিখা পার্শ্ববতি মন্টু মিয়া ও সেকান্দারের ঝুটের গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৩টি, ডিইপিজেটের ২টি ও ডিবিএল লিঃ কোম্পানির ১টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে টানা দুই ঘন্টা প্রানান্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে সম্পুর্ণ আগুণ নিয়ন্ত্রণে আনতে তাদের ছয় ঘন্টা সময় লেগেছে বলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান। ওই ফাঁকে ৩টি ঝুটের গোডাউনের ৬০লক্ষাধিক টাকার ঝুটের বিভিন্ন মালামাল ভস্মিভূত হয় বলে গুডাউনের মালিকরা দাবী করেন। অপরদিকে বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাটিকাটা গ্রামের আব্দুল শিকদারের পুত্র সোহেল শিকদারের কলোনিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মালামালসহ কলোনির ৭টি কক্ষ সম্পূর্ণ ভস্মিভূত হয় বলে কালিয়াকৈর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়। অগ্নিকান্ডে কলোনিতে বসবাসরত গার্মেন্টস কর্মিদের নগদ টাকা, বিভিন্ন ইলেক্ট্রনিক সামগ্রী, আসবাবপত্র ও শীত বস্ত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।  কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানা সম্ভব হয়নি।