
উজ্জ্বল কুমার সরকার-নওগাঁ জেলা প্রতিনিধিঃ
কে এই প্রতারক মাসুদ!
নারায়ণগঞ্জের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা পরিচয় দিয়ে সাপাহারে পাটপণ্য তৈরী প্রশিক্ষণ ও প্রদর্শনী মেলা লাগানোর কথা বলে এই প্রতারক মাসুদ। সকলকে বিভিন্ন পণ্য দিতে চেয়ে সাপাহারের বিভিন্ন মানুষের কাছে টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়।
যার মধ্যে – আন্ডারগ্রাউন্ডে অবস্থিত নিউ উর্মি হোটেল সাপাহার এর মালিক উজ্জ্বলের নিকট -২০ হাজার, স্টার ডেকোরেটরের মালিক আবু বক্কারের নিকট ৪ হাজার, অটো চালক তৌহিদুলের নিকট ৪ হাজার ৫শ’ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। বর্তমানে তাকে ফোন করা হলে চেনে না বলে ফোন রেখে দেয়। এ বিষয়ে ভুক্তভোগীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা সহ এই প্রতারকের কবল থেকে বাঁচতে সকলকে সতর্ক করেছেন।