ঢাকাশুক্রবার , ৩০ ডিসেম্বর ২০২২

মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান

মোঃমশিয়ার রহমান
ডিসেম্বর ৩০, ২০২২ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!
                       

মোঃমশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস, অমর হোক,সফল হোক,প্রতিপাদ্যকে সামনে রেখে বাঙালী জাতির গৌরবময় অর্জন মহান বিজয় দিবসকে চির অম্লান রাখার লক্ষ্যে, জনতা সাউন্ড সিস্টেম এন্ড ডেকোরেটর এর উদ্যোগে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা,আলোচনা সভা,নাটক, সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয় ২৯ডিসেম্বর(বৃহস্পতিবার)দিনব্যাপী নানান ধরনের ক্রীড়া প্রতিযোগিতা শেষে রাত আটটার সময় দক্ষিণ ঝুনাগাছচাপানী(দুদিয়াপাড়া)সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণ, আলোচনা সভা, সাংস্কৃতিক সন্ধ্যা ও নাটক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এসময় সভাপতিত্ব করেন মোজাম্মেল হক, সাবেক চেয়ারম্যান ও সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ ঝুনাগাছচাপানী ইউনিয়ন শাখা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিনুর রহমান, সাবেক চেয়ারম্যান ৮নং ঝুনাগাছচাপানী ইউনিয়ন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাবু চিত্তরঞ্জন রায় সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ঝুনাগাছচাপানী শাখা, মতিউর রহমান দলু আহবায়ক বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঝুনাগাছচাপানী শাখা, মনিরুজ্জামান মানিক যুগ্ম আহবায়ক বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঝুনাগাছচাপানী শাখা, মনজুরুল আলম মন্টু প্রধান শিক্ষক দক্ষিণ ঝুনাগাছচাপানী দুদিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,রুহুল আমিন প্রধান শিক্ষক উত্তর সোনাখুলী মিলন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,মাহবুবুর রহমান বাবলু সাবেক ছাত্র নেতা প্রমূখ। আলোচনা সভা, পুরুস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা ও নাটক অনুষ্ঠানে উদ্বোধন ছিলেন মোহাম্মুদুল হক মুকুল, সহ-সাধারন সম্পাদক যাত্রা ফেডারেশন ও সাধারণ সম্পাদক রংপুর থিয়েটার ও যুগ্ন সাধারণ সম্পাদক সম্মিলিত সাংস্কৃতিক জোট রংপুর। সার্বিক সহযোগিতায় ছিলেন বাবু রনজিং মোহন্ত সভাপতি চাপানী হাট শ্রমিক ইউনিয়ন ও টাইগার স্পোর্টিং ক্লাবের সকল সদস্য বৃন্দ।
উল্লেখ্য যে আলোচনা সভা, পুরুস্কার বিতরণ সাংস্কৃতিক সন্ধ্যা শেষে বিশেষ আকর্ষণ ছিলো বাবু শ্যামল কুমার রায় ও বাবু প্রদীপ কুমার রায়ের সঞ্চালনায় নাটক(জেল থেকে বলছি) নাটকটি পরিবেশনায় ছিলেন দূর্জয় নাট্য সংঘ, ঝুনাগাছচাপানী ডিমলা,নীলফামারী।উক্ত অনুষ্ঠানে সন্ধ্যা থেকে শুরু করে গভীর রাত পযর্ন্ত হাজার হাজার নারী পুরুষ আনন্দ উল্লাসে মেতে উঠেন।