ঢাকাশুক্রবার , ৩০ ডিসেম্বর ২০২২

খুলনার দাকোপের বাজুয়া আর্য্যহরিসভায় মিহির মন্ডল ও মন্দাকান্তা দাসের রোগমুক্তি কামনায় প্রার্থনা

স্বপন কুমার রায়
ডিসেম্বর ৩০, ২০২২ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!
   
                       

স্বপন কুমার রায় -খুলনা জেলা প্রতিনিধি
খুলনার দাকোপের বাজুয়া -লাউডোবে ঐতিহ্যবাহী আর্য্যহরিসভায় সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কৈলাশগঞ্জ ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান মিহির কান্তি মন্ডল ও দাকোপ উপজেলা আওয়ামীলীগের প্রচার প্রকাশনা সম্পাদক ও বাজুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানস রায়ের সহধর্মিনী মন্দাকান্তা দাসের আশুরোগ মুক্তি কামনায়
ভগবান শ্রীকৃষ্ণের চরনে প্রর্থনা জানানো হয়। ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যার দিকে প্রার্থনা সভায় উপস্হিত ছিলেন হরিসভার সভাপতি সরোজিত কুমার রায়, সাধারন সম্পাদক বিজন কুমার রায় সহ হরিসভার কার্য্য নির্বাহী সদস্যবৃন্দ, ধর্মপ্রাণ গৌরভক্ত বৃন্দের সম্ননয়ে
প্রার্থনা সভার আয়োজন করা হয়।