ঢাকাশনিবার , ৩১ ডিসেম্বর ২০২২

লোহাগড়ার ফেনসি জুয়েল ১১ বোতল ফেনসিডিল সহ আটক।

মোঃ আজিজুর বিশ্বাস
ডিসেম্বর ৩১, ২০২২ ১০:২৩ পূর্বাহ্ণ
Link Copied!
                       

স্টাফ রিপোর্টার।

নড়াইলের লোহাগড়া পৌর এলাকার রামপুর গ্ৰামের সুবাহান হাওলাদারের ছেলে জুয়েল হাওলাদার (৩৫) (ওরফে) ফেনসি জুয়েল কে লোহাগড়া পৌর এলাকার সিংগা রাস্তার পাশে ব্যারাক অফিসের সামনে মেইন সড়কের উপর থেকে ১১ পিচ ফেনসিডিল ও বেচার ১২৪০০ টাকা সহ গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। নড়াইলের সুযোগ্য পুলিশ সুপার জনাব সাদিরা খাতুনের নির্দেশে লোহাগড়া থানার এস আই তৌফিক হাসান এর পরিচালনায় এএসআই বাচ্চু শেখ, এএসআই সাহাবুর রহমান, কনস্টেবল মহিসুননাহ,আবু মুসা,নুর ইসলাম সহ গত ২৯ ডিসেম্বর দুপুর ১ টা ৩৫ মিনিটের সময় একটি গোপন তথ্যের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা যায় জুয়েল হাওলাদার একজন নিয়মিত মাদক কারবারি। এবং এলাকাবাসীদের সাথে কথা হলে তারা ও বলেন জুয়েল এর জন্য আমাদের গ্ৰামের অনেক ছেলে নষ্ট হয়ে গেছে।

উক্ত বিষয় টি সম্পর্কে জানার জন্য লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাসির উদ্দিন এর সাথে কথা হলে তিনি বলেন জুয়েল হাওলাদার নামের একজন ফেনসিডিল কারবারি কে ১১পিচ ফেনসিডিল ও ফেনসিডিল বেচার ১২৪০০ টাকা সহ আটক করা হয়েছে। এবং তাকে মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ মোতাবেক কোর্টে চালান করা হয়েছে। পুলিশের মাদক বিরোধীএই অভিযান অব্যাহত আছে।

মোঃ আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।

মোবাইল ঃ০১৯২০২৮১৭৮৭ /০১৭০৫১৯৩০৩০