ঢাকাশনিবার , ৩১ ডিসেম্বর ২০২২

নওগাঁয় আল-আমিন মাল্টিপারপাস আফিসেঢুকে এনজিও কর্মী মহাসিনকে মারধর করে ১ লক্ষ টাকা লুট”

উজ্জ্বল কুমার সরকার
ডিসেম্বর ৩১, ২০২২ ১০:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!
   
                       

নওগাঁ থেকেঃ

নওগাঁর মান্দায় কার্যালয়ে ঢুকে হামলা চালিয়ে এনজিওর এক কর্মীকে মারধরের পর টাকা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে সাড়ে ৮টার দিকে রেবা আখতার আলিম মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
মারধরের শিকার এনজিও কর্মীর নাম মহাসিন আলী (৩২)। তিনি আল-আমিন মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর বড়পই শাখায় মাঠকর্মী হিসেবে কর্মরত আছেন। ঘটনায় মান্দা থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।
অভিযুক্তরা হলেন, বড়পই গ্রামের সাইদুর রহমানের ছেলে শান্ত (৩০) ও সাগর (৩৫), কাউসার আলীর ছেলে সোহাগ (২৭) ও মঞ্জু মাষ্টারের ছেলে প্রান্ত (২৭)।
ভুক্তভোগী মহাসিন আলী বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর অফিসে বসে বাৎসরিক হিসাব-নিকাষের কাজ করছিলাম। রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ করেই অভিযুক্ত যুবকরা কার্যালয়ে প্রবেশ করে অকথ্য ভাষায় আমাকে গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে তারা কার্যালয়ের ভেতরেই আমাকে মারধর শুরু করেন।
আল-আমিন মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর বড়পই শাখা ব্যবস্থাপক ফারুক রেজা বলেন, ‘রাতে অফিসে ঢুকে আমার সহকর্মী মহাসিন আলীর ওপর হামলা চালিয়ে মারধর করেন কয়েকজন যুবক। তাকে বাঁচাতে এগিয়ে গেলে আমাদেরও মারধর করা হয়। পরে পুলিশে সংবাদ দেওয়া হলে হামলাকারী যুবকরা ড্রয়ারে থাকা ১ লাখ ও মহাসিনের কাছে থাকা ১৫ হাজার টাকা নিয়ে সটকে পড়েন।’
এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ঘটনায় এনজিও কর্মী থানায় অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উজ্জ্বল কুমার সরকার ফোন০১৭২৬-৩৭৬২৮২ তারিখ ৩০/১২/২২
নওগাঁ।