ঢাকাশনিবার , ৩১ ডিসেম্বর ২০২২

নিবন্ধন পরিক্ষা শেষে বাড়ি ফেরা হলো না রুহুল আমিনের 

আব্দুল কাইয়ুম
ডিসেম্বর ৩১, ২০২২ ১১:০৫ পূর্বাহ্ণ
Link Copied!
   
                       

(বগুড়া) প্রতিনিধিঃ-

বগুড়ার শাজাহানপুরে তেলবাহী লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে রুহুল আমিন (৩১) নামে এক মটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এসময় আবু বক্কর সিদ্দিক (৩০) নামে অপর এক মটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে। নিহত রুহুল আমিন সিরাজগঞ্জ জেলার সলঙ্গা উপজেলার সলঙ্গা গ্রামের আকতার হোসেনের ছেলে। আহত আবু বক্কর সিদ্দিক বগুড়ার ধুনট উপজেলার সাত খিচুড়ী গ্রামের আবু হাসেমের ছেলে। জানা গেছে, বগুড়া সদরের কোন এক কেন্দ্রে শিক্ষক নিবন্ধন পরিক্ষা শেষে মটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে আজ শুক্রবার(৩০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে শাজাহানপুর উপজেলার লিচুতলা বেতগাড়ী এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে মটরসাইকেল ও তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মটরসাইকেল চালক রুহুল আমিন ঘটনাস্থলেই মারা যান। অন্যজন গুরুতর অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে ভর্তি করানো হয়। হতাহতদের কাছ থেকে শিক্ষক নিবন্ধন পরিক্ষার প্রবেশপত্র পাওয়া গেছে বলে জানা গেছে। শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, ট্রাকের চালক পলাতক রয়েছে। দূর্ঘটনা কবলিত তেলবাহী ট্রাক ও মটরসাইকেল হাইওয়ে পুলিশ ক্যাম্পে আটক আছে। এবিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।