
ফরিদপুর জেলা প্রতিনিধি-মোঃ তরিকুল ইসলাম রুবেল
নগরকান্দা ছিনতাই চক্র তিন সদস্য গ্রেফতার করেছে এরা হল ( ১)জয়নাল আবেদিন শশী২৫ পিতাবমনিরুজ্জামান গ্রাম ব্রাহ্মণকান্দা, ( ২)রাজু শরিফ ২২ পিতাএসকেন শরিফ ছোট হামিরদি সুমন শেখ ২৭ পিতা মোঃ ছামাদ ব্রাহ্মণ কান্দা এদের তিন একই থানা ভাংগা।
এরা অটোরিকশা অটো, সহ বিভিন্ন খারাপ কাজে সাথে লিপ্ত থাকে মোবাইল ছিনতাই কারী চক্র। নগরকান্দা অফিসার ইনচার্জ মোঃ মিরাজ হোসেন নিদর্শন নিয়ে এদের কে গ্রেফতার করতে সক্ষম হয়। এদিকে এদের গ্রেফতার করে আদালতে পাঠান নগরকান্দা থানা পুলিশ।